স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশকে বড় হারের লজ্জা দিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। পাল্লেকেলেতে আগে ব্যাট করে টাইগাররা গুঁটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। সেই রান তাড়া করে বড় জয় পায় লঙ্কানরা। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন সাদিরা সামারাভিক্রামা ও চারিথ আসালাঙ্কা।
১৬৪ রানের পুঁজি নিয়েও বাংলাদেশের বোলাররা লড়াই করে যথেষ্টই। তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে শুরুতে ফিরেন লঙ্কান ওপেনার দিমুথ কারুনারাত্নেকে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ফেরান পাথুম নিসানকাকে। এরপর কুসাল মেন্ডিস বোল্ড করে দেন সাকিব। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে তখন ভালোই বিপদে শ্রীলঙ্কা।
সেই ধাক্কা সামলে সাদিরা ও আসালাঙ্কা ৭৮ রানের জুটি গড়েন। তাতে এই জুটি শ্রীলঙ্কাকে এগিয়ে নেয় জয়ের পথে। ৭৭ বলে ৫৪ রান করে আউট হন সাদিরা। ধনঞ্জায়া ডি সিলভাও টিকতে পারেন নি। শেষদিকে আসালাঙ্কা ও অধিনায়ক দাসুন শানাকার জুটি দলকে নিয়ে যায় জয়ের ঠিকানায়। ৯২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন আসালাঙ্কা। ১৪ রান করে তাঁকে সঙ্গ দেন শানাকা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপাকে ছিল বাংলাদেশ। অভিষেকটা সুখকর হয়নি ওপেনার তানজিদ হাসান তামিমের। শূন্য রানে আউট হয়েছেন তিনি। আরেক ওপেনার নাঈম শেখও ইনিংস বড় করতে পারেন নি। ডি সিলভার বলে ২৩ বলে মাত্র ১৬ রান করেন এ ওপেনার। অধিনায়ক সাকিব ১১ বলে করেন ৫ রান। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্যপ্রান্তে একাই লড়ছিলেন নাজমুল হোসেন শান্ত।
চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে শান্ত গড়েন ৫৯ রানের জুটি। সেই জুটি ভাঙে হৃদয়ে বিদায়ে। ৪১ বলে ২০ রান করে হৃদয় ফিরলে আবার চাপে পড়ে বাংলাদেশ। এরপর দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন অভিজ্ঞ মুশফকুর রহিমও। দলীয় ১৪১ রানের মাথায় রান আউটে ফিরতে হয় মেহেদি হাসান মিরাজকে। এক প্রান্ত আগলে রেখে খেলা শান্ত ৭ চারে ১২২ বলে ৮৯ রান করেন।
সুযোগ কাজে লাগাতে পারেননি শেখ মেহেদি। বাংলাদেশের শেষ ৩ উইকেট পড়েছে ৮ বলের ব্যবধানে। ৪৪ বল বাকি থাকতেই অলআউট হয় টাইগাররা। লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন মাহিশা পাথিরানা। ‘জুনিয়র মালিঙ্গা’ খ্যাত এই পেসার জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। ২ উইকেট নেন মাহিশ থিকশানা।
এই হারের পর সুপার ফোরে যাওয়া এখন বেশ কঠিন বাংলাদেশের জন্য। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিততেই হবে, তারপর অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে রোববার লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। এই আফগানদের বিপক্ষে গত জুলাইয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।
Discussion about this post