নিজস্ব প্রতিবেদকঃ ২৫তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে বড় হার দেখল সিলেট বিভাগ। রোববার ঢাকা মেট্রোর বিপক্ষে ঘরের মাঠে হেরেছে জাকির হাসানের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে চতুর্থ ইনিংসে ২০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৮৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
২০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি সিলেটের। রানের খাতা খোলার আগেই ফিরেন ওপেনার তৌফিক খান তুষার। অধিনায়ক জাকির হাসান প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকালেও এবার ২ রানের বেশি করতে পারেন নি। তিনে নামা মিজানুর রহমান সায়েমও কোনো রান করতে পারেন নি।
মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে বসা সিলেট মিডল অর্ডারে ৪৬ রানের জুটি পায় ইমতিয়াজ হোসেন তান্না ও আসাদউল্লাহ আল গালিবের ব্যাটে। দলীয় ৪৮ রানে তান্না ফিরলে ভাঙে এই জুটি। ২৫ রান করেন তিনি। এরপর বিদায় নেন গালিবও। ২৩ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে।
এরপর শেষের ব্যাটারদের নিয়ে লড়ে যান প্রথম ইনিংসে ফিফটি করা জাকের আলী অনিক। ব্যক্তিগত ২৯ রানে এই উইকেটকিপার ব্যাটার বিদায় নিলে দ্রুত অলআউট হয়ে যায় সিলেট। শেষ দিকে খালেদ আহমেদ ও আবু জায়েদ রাহীর ব্যাটে ৯ করে আসে তাতে হারের ব্যবধান কমেছে শুধু।
ঢাকার বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ একাই নিয়েছেন সিলেটের ৫ উইকেট। ১৯ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে নিজের অভিষিক্ত প্রথম শ্রেণীর ম্যাচেই ফাইফারের কীর্তি গড়েন তিনি। আরিফ ছাড়াও বাকি বোলাররা দারুণ বোলিং করেন। আবু হায়দার নেন ৩ উইকেট। ব্যাট হাতেও অবদান রাখেন তিনি। জিতেন ম্যাচ সেরার পুরষ্কার।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ঢাকা প্রথম ইনিংসে ২৪৩ রান করে। জবাবে জাকির-জাকেরের ব্যাটে ২৫১ রান করে সিলেট। দ্বিতীয় ইনিংসে ৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ২১২ রান করে ঢাকা। সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২০৪। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দেখল রাজিন সালেহর শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০