বদরুলের শাস্তির দাবিতে মানববন্ধনে ফুটবল সমর্থকদের একাত্মতা

0
54

নিজস্ব প্রতিবেদক: কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলকারী বখাটে বদরুলের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছে সাপোর্টস অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ)।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ফুটবল খেলোয়ড় কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে গিয়ে একাত্মতা প্রকাশ করেণ এসবিএফ’র নেতৃবৃন্দ।

সিলেট জেলা স্টেডিয়ামের প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে বখাটে বদরুলের শাস্তির দাবিতে মানববন্ধেনর আয়োজন করে ফুটবলারদের সংগঠন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।

এসব উপস্থিত ছিলনে সাপোর্টস অব বাংলাদেশ ফুটবল সিলেট জোনের সৈয়দ মাহফুজ আহমদ হামিদ, স্বপ্ন আহমদ, সাগর আহমদ, মাকসুদ আহমেদ, অলী, জহির আহমেদ, মকসুদুর আহমদ প্রমুখ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/প্রেসবজ্ঞিপ্ত/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here