বদলি নামা সাদউদ্দিনের গোলে হার এড়াল বাংলাদেশ

0
422

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগ ড্র করল বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে গোল হজম করা লাল সবুজের প্রতিনিধিদের যখন হার চোখ রাঙ্গানি দিচ্ছিল তখন ত্রাতা হয়ে আসেন সাদউদ্দিন। খানিক আগে বদলি নেমে ম্যাচের অন্তিম মূহুর্তে গোল করেন এই ফুটবলার। তাতে মালদ্বীপের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরছে হাবিয়ের কাবরেরার দল।

বৃহস্পতিবার মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণে এগিয়ে ছিল মালদ্বীপ। ১৮ মিনিটের মাথায় গোলের সেরা সুযোগ পেয়েছিল তারা। দলের অধিনায়ক আলী ফাসিরের শট সাইড বারে লেগে ফিরে আসে। ২৬ মিনিটে ডি-বক্সে ঢুকে জোরালো শট নেন বাংলাদেশের উইঙ্গার রাকিব হোসেন। বাঁ-পায়ের সেই শট লক্ষভ্রষ্ট হয়। ৪০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ডি-বক্সে পাওয়া বল এলোমেলো শটে বাইরে মারলে গোল বঞ্চিত হয়। গোলশূন্য থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে গল্পটা অনেকটা একই। যদি শেষ সময়ের নাটকীয়তা বাদ দেয়া যায়। গোলহীন ম্যাচে রঙ ঢালেন মালদ্বীপ ফরোয়ার্ড নাজিম হাসান। সেখানেও অবশ্য কৃতিত্ব অভিষিক্ত বাংলাদেশ ডিফেন্ডার শাকিল হোসেনের। তারিক কাজির ক্লিয়ার করা বল তার গায়ে লাগাতেই বিপত্তি। পরিনতি পিছিয়ে বাংলাদেশ। তখন ম্যাচের বাকী ৩ মিনিট। ফাহিম-রাকিবরা ভুল করলেও বদলি নামা সাদ ভুল করেননি।

রাকিবকে তুলে সাদকে নামান বাংলাদেশ কোচ কাবরেরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এই ডিফেন্ডারই স্বস্তি এনে দিলেন। সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে ঠাণ্ডা মাথায় দারুণ টোকায় জাল খুঁজে নেন তিনি। ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্ট লেকে ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন সাদ। চার বছর পর দ্বিতীয় গোলের দেখা পেলেন তিনি। আগামী ১৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনার হোম ম্যাচে জিতলেই বিশ্বকাপের মূল বাছাইপর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here