স্পোর্টস ডেস্কঃ চলতি মাসেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলের এটিই এই ফরম্যাটে একমাত্র সিরিজ। যার ফলে শেষ প্রস্তুতিটা ভালো করে সেরে নিতে চায় অজিরা।
কিন্তু সেই জায়গায় দেখা দিয়েছে বিপত্তি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। পিঠের সমস্যায় ভুগছেন তিনি। তার বদলি হিসেবে পরে ডাক পান আরেক অলরাউন্ডার অ্যারন হার্ডি। এবার তাকেও পাচ্ছে না অজিরা। তিনি কাফ ইনজুরিতে ভুগছেন।
যার ফলে এবার নতুন করে বদলি ক্রিকেটার নিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। পেসার স্পেন্সার জনসন ডাক পাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। সব ঠিক থাকলে স্টোয়নিসের বদলি হিসেবে তিনিই খেলবেন।
ওয়েলিংটনে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post