স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ড দল। সিরিজের তৃতীয় ম্যাচে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। যার ফলে বদলি হিসেবে সেই ম্যাচে ডাক পান জস ক্লার্কসন।
সব ঠিক থাকলে ক্লার্কসনের এই ফরম্যাটে অভিষেক হওয়ার কথা ছিল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। তবে সেখান থেকে ছিটকে গেছেন তিনি নিজেই। ইনজুরির কারণে তার অভিষেক হচ্ছে না। কাঁধের ইনজুরিতে ভুগছেন ক্লার্কসন। যার ফলে খেলা হচ্ছে না।
ক্লার্কসনের পরিবর্তে দলে এবার ডাকা হয়েছে উইল ইয়ংকে। এই ব্যাটার মূলত নিয়মিত মুখ ছিলেন। তবে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করতে না পারায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি ইয়ংকে। এবার ক্লার্কসনের চোটে কপাল খুলেছে তার। আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন।
শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান দল। যেখানে ৪৬ রানে জিতে সিরিজে ১-০’তে লিড নিয়েছে কিউইরা। রোববার দুই দল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। হাঁটুর চোট নিয়েই সেখানে খেলার কথা উইলিয়ামসনের। তবে তৃতীয় ম্যাচে খেলবেন না। তার পরিবর্তে ইয়ংকে দেখা যাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post