স্পোর্টস ডেস্কঃ এক ম্যাচে চার গোল করার তালিকায় নাম লিখিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের অধিনায়ক গত রাতে লিগ ম্যাচে সালেরনিতানার বিপক্ষে একাই চার গোল করে দলকে এনে দিয়েছেন বড় জয়।
এক ম্যাচে চার গোল করার কীর্তি আছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ত লেভানডফস্কির মতো প্রজন্মের সেরা তারকাদের। এবার তাদের সাথে যুক্ত হলো মার্তিনেজের নাম। আরেচি স্টেডিয়ামে অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে।
মাঠে নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন মার্তিনেজ। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন তিনি। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন তিনি। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫ এর পর সিরি ‘আ’ তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার চার গোল করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০