স্পোর্টস ডেস্ক:: লিওনেল স্কালোনির শুরুর একাদশে ছিলেন না। বদলী নেমে ছিলেন লাউতারো মার্টিনেজ। তাতেই বাজিমাত। গোল করে চিলির প্রতিরোধ ভেঙে দলকে তুলেছেন কোয়ার্টারফাইনালে। কোপ আমেরিকায়ার ‘গ্রুপ’ এ থেকে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টাইনরা।
মার্টিনেজের একমাত্র গোলে চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হারলেও চিলি বড় পরীক্ষা নিয়ে মেসিদের। একের পর আক্রমণ রুখে দিয়েছে। ম্যাচের পুরোটা সময় আগলে রাখে নিজেদের জালে। তবে দ্বিতীয়ার্ধে বদলী নামা মার্টিনেজে শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা।
গোলের জন্য শুরু থেকেই মরিয়া ছিলো আর্জেন্টিনা। একাধিক আক্রমণ করে। তবে গোল পাচ্ছিলো না। বেশ কয়েকটি সযোগও মিস করে। প্রথমার্ধ তাই গোল শুন্য সমতায় রেখে বিরতিতে যেতে হয় দুই দলকে।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা গোলের জন্য প্রাণপণ চেষ্টা করছিলো। ৭৩তম মিনিটে আলভারাজকে তুলে নিয়ে মার্টিনেজকে মাঠে নামান স্কালোনি। তাতেই কোচের আস্থার প্রতিদনা দেন তিনি। মিনিট দশেক পরেই লিড এনে দেন আর্জেন্টিনা। ম্যাচের শেষ সময়ে ৮৮তম মিনিটে বদলী নামা এই তারকার গোলে ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কানাডা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post