স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে রিয়াল সোসিয়েদকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে কাতালানরা। ম্যাচের একমাত্র গোলটি আসে ওসমান দেম্বেলের পা থেকে। ম্যাচের অনেকটা সময় এক জন কম নিয়ে খেলতে হয় রিয়াল সোসিয়েদাদকে।
বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। ৪০তম মিনিটে বার্সার অধিনায়ক সার্জিও বুসকেতসেকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস।
ম্যাচের দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুল কুন্দের পাস থেকে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে জোরালো শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। চলতি মৌসুমে এটি দেম্বেলের অষ্টম গোল। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।
ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ জানান, ‘বদলে যাওয়া’ দেম্বেলেকে নিয়ে উচ্ছ্বসিত তিনি। বার্সা কোচের বিশ্বাস, নিজের খেলা উপভোগ করছেন এই ফরাসি ফরোয়ার্ড এবং এটিই পার্থক্য গড়ে দিয়েছে। জাভি বলেন, ‘আমি তার জন্য খুব খুশি, কারণ সে জয়সূচক গোলটি করেছে। মনে হচ্ছে সে খেলাটা উপভোগ করছে এবং সে তার আগের দু:সময় কাটিয়ে উঠতে পেরেছে।’
জাভি আরো বলেন, ‘আমরা দেম্বেলেকে পথ দেখানোর চেষ্টা করি, যাতে সে মাঠে সেরা সিদ্ধান্ত নিতে পারে। আমি তার দারুণ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং সে তার পজিশনে সেরাদের একজন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০