স্পোর্টস ডেস্কঃ আর মাত্র একদিন, এরপরই পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে বাড়তি উন্মাদনা বিরাজ করছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলা ভারতকে আসরের সবচেয়ে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। ভারতীয় ক্রিকেটাররাও ফর্মের তুঙ্গে আছেন। গত মাসে এশিয়া কাপ জেতা দলটি ঘরের মাঠে সিরিজ হারায় অস্ট্রেলিয়াকে।
দারুণ ছন্দে থেকে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন বিরাট কোহলি। চলতি বছর ১৬ ম্যাচে ৫৫.৬৩ গড় ও ১১২.৯১ স্ট্রাইক রেটে ৬১২ রান করেছেন এই ভারতীয় ব্যাটার। বিশ্বকাপে ভারতের দারুণ কিছু করতে হলে কোহলির জ্বলে ওঠার বিকল্প নেই। আর নিজের শেষ বিশ্বকাপ হওয়ার কারণে কোহলি নিজেও হয়তো এটিকে স্মরণীয় করে রাখতে চাইবেন। তবে বিশ্বকাপ শুরুর আগে বন্ধুদের প্রতি একটি অনুরোধ রাখলেন তিনি।
মূলত বিশ্বকাপ টিকিট নিয়েই হাস্যরস করেছেন কোহলি। স্টেডিয়ামে খেলা দেখতে টিকিট নিয়ে কাড়াকাড়ি তৈরি হয়। কোহলি তাঁর বন্ধুদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি স্টোরিতে লিখেন, ‘বিশ্বকাপ যখন চলে এসেছে আমি আমার বন্ধু বান্ধবদের বিনীতভাবে জানাচ্ছি আমাকে যেন টিকেটের জন্য অনুরোধ করা না হয়। তোমরা বাসা থেকেই খেলা দেখতে পারবে (হাসি)।’