‘বন্ধু’ তামিমকে নতুন জীবন উপভোগ করতে বললেন সাকিব

0
78

নিজস্ব প্রতিবেদকঃ সাকিব আল হাসানের সাথে তামিম ইকবালের দা-কুমড়া সম্পর্ক। মাঝে এমনটাই গণমাধ্যমে প্রতিফলিত হয়েছিল। তবে মাঠের খেলায় সেই প্রভাব তারা পড়তে দেননি কখনোই। ব্যক্তিগত জীবনে নিজেদের মধ্যে যা-ই ঘটুক না কেন, প্রকাশ্যে আনেনি সাকিব-তামিমের কেউই।

তবে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর সতীর্থদের কাছ থেকে যে বার্তা ও সহমর্মিতা তামিম পেয়েছেন, তা যেন সাকিবের কাছ থেকে পাচ্ছিলেন না। সতীর্থ সকলে যখন তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছিলেন, সেখানে সাকিব নীরবই ছিলেন। যা নিয়ে আলোচনা-সমালোচনাও হয় খানিক।

অবশেষে সাকিব আল হাসান বার্তা দিয়েছেন তামিম ইকবালকে নিয়ে। এক সময়ের প্রিয় বন্ধুর সাথে কাটানো ২০ বছরের ক্রিকেট জীবনের স্মৃতিচারণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। একসাথে কীভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন, মাঠে না থাকাকে মিস করবেন, তা জানিয়েছেন। জানিয়েছেন নতুন জীবনের শুভ কামনা। একইসাথে সেই নতুন জীবনের মূহুর্তগুলো প্রিয়জনের সাথে উপভোগ করতে বলেছেন।

এক বার্তায় সাকিব লেখেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।’

‘একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম – আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।’

‘তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলি উপভোগ কর।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here