স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। রোববার নিজের এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন বাংলাদেশের বন্যার ছবি। বাংলায় লিখেছেন, আমরা আপনাদের পাশে আছি।
এর আগে ইংরেজিতে লেখা এক বার্তায় রিজওয়ান প্রার্থনা করেছেন বানভাসি মানুষের জন্য, ‘আমার প্রার্থনা ও সমবেদনা রইলো বাংলাদেশের সহনশীল জনগণের জন্য। তারা এই বিধ্বংসী বন্যার প্রভাব সহ্য করে টিকে রয়েছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের সমর্থন করার জন্য সবাইকে তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি।’এরপরেই বাংলায় লিখেছেন, আমরা আপনাদের পাশে আছি। সঙ্গে জুড়ে দেন তিনটি ইমোজি।
এর আগে শনিবার বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্যার্ত মানুষের জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের দেশের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতো এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার। ওখানে আমরা একটা নগদ টাকা দেয়ার চিন্তা-ভাবনা করছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০