বন্যার্তের সহায়তায় ২ ছক্কায় আফগানদের হারানো ব্যাট নিলামে তুলছেন নাসিম

0
60

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে মান বাঁচাতে লড়ছিল পাকিস্তান। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য তখন প্রয়োজন ১১ রান। কিন্তু হাতে আছে মাত্র ১ উইকেট। উইকেটের স্ট্রাইকিং প্রান্তে ব্যাট হাতে দাঁড়িয়ে তখন পাকিস্তানের নাসিম শাহ। যার কাজ মূলত বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করা। কিন্তু, এবারের ভূমিকাটা ভিন্ন। দলকে ব্যাট হাতে জেতাতে হবে তাকে।

যেখানে প্রতিপক্ষ দলের হয়ে বল করতে আসাও একজন পেসার, তিনি ফজল হক ফারুকী। আর এই পেসারের বিপক্ষেই তাকে নিতে হবে ১১ রান। তার উইকেট পড়লেই ম্যাচ শেষ, জিতে যাবে আফগানিস্তান। এমন সমীকরণে দাঁড়িয়ে ফারুকীর ওভারের প্রথম দুই বলে পরপর ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ১ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দেন ১৯ বছরের এই তরুণ তুর্কি।

একেবারেই বিচলিত হতে দেখা যায়নি, স্নায়ু চাপ সামলে দুর্দান্ত মানসিকতায় জিতিয়ে দিলেন ম্যাচ। দুই ছক্কা হাঁকিয়ে বনে গেলেন পাকিস্তানের হিরো। সাহসী ব্যাটিংয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। আর পাকিস্তান চলে যায় এশিয়া কাপের ফাইনালে।

অথচ যে ব্যাট দিয়ে ছক্কা হাঁকিয়েছেন, সেই ব্যাটটাও তার ছিল না। সতীর্থ পেসার মোহাম্মদ হাসনাইনের কাছ থেকে ধার করে ব্যাটটি নিয়ে নেমেছিলেন মাঠে। আর সেই ব্যাটেই আফগানদের পরাজয়ের রেখায় বন্দি করেছেন অবিশ্বাস্যভাবে। তবে ব্যাটটা স্থায়ীভাবে হাসনাইনের কাছ থেকে পেয়ে গেছেন নাসিম। হাসনাইন নিজের ব্যাট তুলে দিয়েছেন সতীর্থের হাতে।

আর সেই ব্যাট এবার মহৎ এক কাজে লাগাচ্ছেন পাক পেসার নাসিম শাহ। পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তার জন্য ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন তিনি। নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন নাসিম।

ভয়াবহ বন্যা পাকিস্তানজুড়ে। কয়েকদিনের টানা বৃষ্টি আর উত্তরের পাহড়ের হিমবাহ গলে এই পরিস্থিতির কবলে পড়েছে দেশটি। মৃতের সংখ্যা প্রায় ১৪০০। নজিরবিহীন এই বন্যায় লাখ লাখ মানুষ ঘর-বাড়ি হারিয়ে উঁচু স্থান কিংবা রাস্তার পাশে অস্থায়ীভাবে আশ্রয় নিচ্ছে। অনেকে আবার গেছেন শরনার্থী শিবিরে।

বর্তমানে দেশটিতে এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে আছে। এরকম পরস্থিতিতে মানবিক বিপর্যয় ঘটছে। ৬০ লাখেরও বেশি মানুষ এই সমস্যায় ভুগছে। আর সব মিলিয়ে বন্যার প্রভাবে পড়েছে ৩ কোটির বেশি মানুষের ওপর। এমন পরিস্থিতিতে বন্যার্ত মানুষের সহায়তায় পাশে এসে দাঁড়াচ্ছেন নাসিম শাহ। নিলামে তুলে দিচ্ছেন সেই ব্যাট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here