স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাতেও রেতেগির নৈপুণ্যে ভেনেজুয়েলার বিপক্ষে কষ্টার্জিত জয় পেল ইতালি। জোড়া গোল করে দলকে জেতালেন রেতেগি। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারায় আজ্জুরিরা। দলটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা পেনাল্টি সেভ করেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত এই ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুদলের খেলোয়াড়রা ছিল বেশ আক্রমণাত্মক ভূমিকায়। ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে ১২টি শট নেয় ইতালি, তার মধ্যে ৪টি গোলমুখে রেখেছিল তারা। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রেখে ইতালির সমান ১২টি শট গোল মুখে রেখেছিল, যার ৩টি শট ছিল গোলমুখে।
বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে খেলে পরে ইতালিকে বেছে নেওয়া ফরোয়ার্ড রেতেগির দুই গোলে শেষ পর্যন্ত দারুণ জয়ের দেখা পেল ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের নায়ক রেতেগির জন্ম, বেড়ে ওঠা ও ফুটবলের পথে এগিয়ে যাওয়া, সবই আর্জেন্টিনায়। বোকা জুনিয়র্সের হয়ে তার ক্যারিয়ার শুরু ২০১৮ সালে। তবে সেখানে সুবিধা করতে না পেরে ধারে কয়েকটি ক্লাবে খেলে গত বছর নাম লেখান ইতালিয়ান ক্লাব জেনেয়াতে।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে রেতেগি খেলেছেন। দক্ষিণ আমেরিকান গেমসেও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন তিনি। তবে ইতালির সঙ্গে তার যোগসূত্র ছিল। তারা নানা ইতালি থেকেই এসে আর্জেন্টিনায় বসবাস শুরু করেন। তার বাবার পূর্বপুরুষরাও ইতালির জেনোয়া থেকে আসেন আর্জেন্টিনায়। সেই সূত্রে আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য তিনি বেছে নেন ইতালিকেই। গত বছর ইতালির জার্সিতে তার অভিষেক হয় ইউরো বাছাইয়ের ম্যচে ইংল্যান্ডের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post