স্পোর্টস ডেস্কঃ আফগান ক্রিকেটার রহমানউল্লাহ গুরবাজকে চলতি বিপিএল শুরুর আগেই দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। তবে একটি ম্যাচেও তাকে মাঠে দেখা যায়নি। এই আফগান ক্রিকেটার খেলছিলেন আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে।
যদিও আমিরাতের টি-টোয়েন্টি লিগে গুরবাজের দলের খেলা শেষ। চাইলে আসতে পারতেন বরিশালের ঢেরায়। তবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল তাকে ছেড়ে দেয়। আর বরিশালের ছেড়ে দেওয়া সেই সুযোগ কাজে লাগিয়েছে রংপুর রাইডার্স। আফগান উইকেটকিপার ব্যাটার গুরবাজকে দলে নিয়েছে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি।
গুরবাজকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বিপিএলের বাকি ম্যাচগুলোতে রংপুরের জার্সিতে দেখা যাবে তাঁকে। বিপিএলের এবারের আসরে রংপুরের হয়ে খেলেছেন পাকিস্তানের মালিক, রউফ ও সায়েম আইয়ুব। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনাপত্তি পত্র থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন তারা। তাদের বদলি হিসেবে যোগ দেবেন গুরবাজ।
জাতীয় দলের পাশপাশি নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে গুরবাজের। আইপিএল, পিএসএল, সিপিএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলে থাকেন আফগানিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে তাঁর।
Discussion about this post