নিজস্ব প্রতিবেদকঃ আরও এক বিদেশি ক্রিকেটার দলে নিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের বাকি অংশের জন্য রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন নাভিন। আফগানিস্তানের এই পেসার যোগ দিয়েছেন দলের সাথে।
আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশে এসে পৌঁছেছেন বিপিএল খেলতে। বাকি অংশের জন্য তার সাথে চুক্তি করেছে রাইর্ডার্স শিবির।
তবে নাভিন আসরের শুরুতে ছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটার। এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তিনি খেলেননি। কিছুদিন আগেই বরিশালের পক্ষ থেকে জানানো হয় দুই ক্রিকেটার নাভিন ও রহমানউল্লাহ গুরবাজকে ছেড়ে দিয়েছে তারা। অন্য দলের হয়ে খেললে আপত্তি নেই তাদের। তখনই আভাস মিলে খানিকটা।
গুরবাজ দিন কয়েক আগে যোগ দিয়েছেন রংপুর শিবিরে। খেলে ফেলেছেন একটি ম্যাচ। দলকে জেতাতেও রেখেছেন অবদান। এবার নাভিনকেও দলে নিল রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা