স্পোর্টস ডেস্ক:: বিপিএল শুরু হতে আর মাত্রক’টা দিন বাকী।ফরচুন বরিশাল গত আসরে একাধিক অধিনায়কের অধীনে খেলেছিলো। এবারো কি সেটা হচ্ছে তা নিয়ে ছিলো জল্পনা-কল্পনা। তবে এবার ফ্র্যাঞ্চাইজিটি জানিয়ে দিয়েছে বার বার অধিনায়ক বদল হবে না্
তামিম ইকবালের কাঁধেই নেতৃত্ব তুলে দিচ্ছে দলটি।পুরো আসরেই অধিনায়কত্ব করার কথা ড্যাশিং ওপেনারের। বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালই হচ্ছেন দলের অধিনায়ক।
যদিও আলোচনা ছিলো এবার বরিশালের নেতৃত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। তবে বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল সাংবাদিকদের জানিয়েছেন তামিম ইকবালই হচ্ছেন অধিনায়ক। তিনি বলেন, তামিমই অধিনায়ক হবে বরিশালের। ম্যাচ বাই ম্যাচ তো অধিনায়ক করা হয় না ওভাবে। আশা করি, পুরো টুর্নামেন্টেই তামিম অধিনায়কত্ব করবে।
জাতীয় দলের এই ক্রিকেটারের আঙুলে চোট ছিলো। ফিটনেস সম্পর্কে বাবুল বলেন, তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আরও ভালো শেপে আছে।
ফরচুন বরিশালের স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিথ ওয়েল্লালাগে, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ, দীনেশ চান্দিমাল, নুয়ান থুসারা ও ডেভিড মিলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post