স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগামী আসরে দল পেলেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের এই ব্যাটারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। রোববার সামাজিক যোগযোগ মাধ্যমে এক পোস্টে ইব্রাহিমকে দলে নেওয়ার খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সাকিব আল হাসান গত মৌসুমের বিপিএলে বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। দলটিকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। সেমিতে হার নিয়ে তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি। ফলে দল ছেড়ে পুরনো ঠিকানায় ফিরেছেন তিনি। বিপিএলের আগামী মৌসুমে সাকিব খেলবেন রংপুর রাইডার্সে।
এদিকে সাকিবের জায়গায় বরিশাল তামিম ইকবালকে আইকন হিসেবে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে। এরপর ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করে। ২০২৪ বিপিএল জাতীয় নির্বাচনের পরপরই মাঠে গড়াবে বলে বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ১০ জানুয়ারিতে আগামী বিপিএল শুরু করতে চায় বিসিবি, তবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখের ওপর। ২০২৪ সালের বিপিএল শুরুর সম্ভাব্য একটি সময় আগেই ঠিক করে রেখেছে বিসিবি। তবে আগের সেই সিদ্ধান্ত অনুযায়ী নয়, বোর্ডকে এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে।
এদিকে ইব্রাহিমের আগে বরিশাল দলে নিয়েছে আরেক বিদেশী ক্রিকেটা। দলটির হয়ে আগামী বিপিএল খেলবেন ফখর জামান। পাকিস্তানের এই বাঁহাতি তারকার এর আগে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। তবে বরিশালের হয়ে এবারই প্রথমবারের মতো খেলতে নামার অপেক্ষায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০