বরিশাল-রংপুরের হয়ে বিপিএলে দুই পাকিস্তানির অভিষেক

0
52

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইতিমধ্যেই হয়েছে টস।

আর সেই টস জিতেছেন রংপুর রাইডার্স অধিনায়ক শোয়েব মালিক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে বরিশাল। উইনিং কম্বিনেশন ভেঙেছে দলটি। একাদশ থেকে বাদ পড়েছেন কাজী অনিক, সানজামুল ইসলাম ও চতুরঙ্গা ডি সিলভা। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ফজলে রাব্বি, এবাদত হোসেন চৌধুরি ও ওয়াসিম জুনিয়র। এর মধ্যে পাকিস্তানের ওয়াসিম প্রথমবার খেলতে যাচ্ছেন বিপিএল। রংপুরের বিপক্ষে অভিষেক হলো এই পেস বোলিং অলরাউন্ডারের।

এদিকে রংপুরও একাদশে পরিবর্তন এনেছে। দলটির একাদশ থেকে বাদ পড়েছেন আজমতউল্লাহ ওমরজাই। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাইম আয়ূব। পাকিস্তানের তরুণ এই ব্যাটারের এখনও অভিষেক হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। এবারই প্রথম খেলছেন বিপিএলে। বরিশালের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে নামবেন এই টপ অর্ডার ব্যাটার।

ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন চৌধুরি, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি মাহমুদ, ইফতেখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

রংপুর রাইডার্স
শোয়েব মালিক (অধিনায়ক), নাইম শেখ, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রবিউল হক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও সাইম আয়ূব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here