বর্ণবাদের অভিযোগ, পদত্যাগ করল পুরো স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড

0
37

স্পোর্টস ডেস্কঃ বর্ণবাদের অভিযোগে পদত্যাগ করেছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সব কর্তারা। আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। পুরো বোর্ডই সরে দাঁড়িয়েছে নিজেদের দায়িত্ব থেকে।

ঘটনার শুরু ২০১৫ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপে। বিশ্বকাপের মাঝপথে হুট করেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্রিকেটার মজিদ হককে। শুধু সেই বিশ্বকাপের মাঝপথ থেকেই নয়, এরপর আর জাতীয় দলেই দেখা যায়নি মজিদকে।

আর সেটি নিয়ে বছর খানেক আগে স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক ক্রিকেটার মজিদ হক। আর সেই অভিযোগকে সমর্থন জানিয়েছিলেন আরেক ক্রিকেটার কাশিম শেখও। বিষয়টি আলোড়ন তোলার পর, এই নিয়ে নিরপেক্ষ এক তদন্ত কমিটি গঠন করে স্কটল্যান্ড জাতীয় ক্রীড়া সংস্থা।

আর সেই প্রতিবেদন প্রকাশ করার কথা সোমবার। ঠিক এর আগেই, পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্কটিশ ক্রিকেট বোর্ডের কর্তারা। অন্তবর্তীকালীন প্রধান নির্বাহির কাছে একত্রে পদত্যাগপত্র জমা দেন। একইসাথে স্কটিশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে একটি চিঠিও প্রকাশ করেছেন তারা সম্মিলিতভাবে।

সেখানে বলা হয়, ‘তদন্ত প্রতিবেদনে যা আসবে, সেটা কার্যকর করতে বোর্ড বদ্ধপরিকর। ক্রিকেট স্কটল্যান্ডের কাছে যেকোনো ধরনের বর্ণবাদ কিংবা বৈষম্যের শিকার হয়েছেন যারা তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। আমাদের বিশ্বাস, আগামীতে সবকিছু আরও উন্নত করার জন্য আমাদের সবার অবস্থান প্রয়োজন।’

ক্রীড়াঙ্গনে বর্ণবাদের অভিযোগ অনেক এসেছে। বিশেষ করে দর্শকদের কাছ থেকে আসে বেশি। তবে বিভিন্ন সময় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এমন অভিযোগ আসে। এবার আরও একটি ঘটনার সাক্ষী হয়ে রইল ক্রীড়াঙ্গন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here