স্পোর্টস ডেস্ক:: পুরো বিশ্বকে চমকে দিয়ে পর্দা উঠলো প্যারিস অলিম্পিকের। বিশ্বের সর্ববৃহত্ত ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী আয়োজনে কোনো কমতি রাখেনি প্যারিস। ফ্রান্সের সরকার নিজেদের সবটুকু দিয়েই অভিনব কায়দায় আয়োজন করেছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের।
অলিম্পিক গেমসের ৩৩তম আসরের উদ্বোধনী হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। ৩০০০ ড্যান্সার, ৯৪টি নৌকা এর সিন নদী- মিলেমিশে একাকার হয়ে যাওয়া বর্ণির উদ্বোধনী আয়োজন দেখেছে বিশ্ব। প্যারিসের ঐতিহাসিক সিন নদীতে শুক্রবার রাতে নাটকীয় এবং অভিনব এক উদ্বোধনী অনুষ্ঠানই হয়ে গেলো।
পুরো বিশ্বকে প্যারিস দেখালো এমন আয়োজনে চার দেওয়ালে ঘেরা কোনো স্টেডিয়ামে করতে নেই। উদার মনোভাব এনে মনের জানালা-দরজাগুলোকে খুলে উৎসব করো, আনন্দ করো, ভয়কে জয় করো। নানা শঙ্কা দূরে ঠেলে দিয়ে সিন নদীর তীরে বসে সেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখলো প্রায় ৫ লাখ মানুষ।
অলিম্পিকের উদ্বোধনী ইতিহাস ছিলো স্টেডিয়ামের ভেতরে জমকালো অনুষ্ঠান। সে সঙ্গে পতাকা হাতে খেলোয়াড়দের প্যারেড। আয়োজক দেশ নিজেদের সংস্কৃতি তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে। তবে সেই চিত্র বদলে দিয়েছে প্যারিস। সবচেয়ে বড় চমক দেখানো হলো, সিন নদীতে অ্যাথলেটদের নৌকায় করে নিয়ে আসা।
৯৪টি ছোট-বড় নৌকায় করে এলেন ২১১টি দেশের অ্যাথলেটরা। সিন নদীর বুকে খেলোয়াড়দের প্যারেডের সঙ্গে তীরে দু’পাশে হলো বিভিন্ন অনুষ্ঠান। কখনো গাইলেন লেডি গাগা, মাঝে মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিলো প্যারিসের সংস্কৃতির সঙ্গে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা থেকে শুরু হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন জিদানের হাতে ছিল অলিম্পিকের মশাল। যা তিনি তুলে দেন তিন শিশুর হাতে। তাদের হাত থেকে সেই মশাল চলে যায় এক অজ্ঞাত ব্যক্তির হাতে।
উদ্বোধনী অনুিষ্ঠানের পুরোটা সময় সেই অজ্ঞাত ব্যক্তির মুখ ছিল ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্যারেডের শুরুতে পানি দিয়ে বিশেষ পর্দা তৈরি করা হয়েছিল। সেই পর্দা ভেঙে প্রথমে এগিয়ে এলো গ্রিস। পন্ট ডি’এলিনা ব্রিজের তলা দিয়ে বেরিয়ে এলো তারা। এরপর এলো উদ্বাস্তুদের অলিম্পিক দল। এরপর আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, আলবেনিয়া, আলজেরিয়া, জার্মানি একটি বড় নৌকা করে একই সঙ্গে এলো। একে একে বিভিন্ন দেশের নৌকা যখন ওই পানির পর্দা ভেদ করে এগিয়ে আসছে, সেই সময় অন্য দিকে গান গাইছেন লেডি গাগা। ওভাবেই নানা ব্যতিক্রমী আয়োজনে সাজানো ছিলো প্যারিস অলিম্পিকের উদ্বোধনি অনুষ্ঠান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post