বর্ণিল আয়োজনে মেসিকে বরণ মায়ামির

0
84

স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বরণে আয়োজনের কোনো কমতি ছিলো না ইন্টার মায়ামির। বর্ণিল আয়োজনে ক্লাবের সবচেয়ে বড় তারকাকে বরণ করে নিয়েছে দলটি। সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এখন কেবল মেসির অভিষেকের অপেক্ষা।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় ফোর্ট লডারেবলে মেসিকে বরণের কথা ছিলো। ভাগ্যবান ২২ হাজার দর্শক টিকিট কেটে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পান। নির্ধারিত সময়েই স্ত্রী, সন্তানদের নিয়ে এই তারকা উপস্থিত হন ।

তবে তার অনুষ্ঠান শুরুর আগেই ঝড় বৃষ্টি শুরু হয়। লিওনেল মেসি তাই যথা সময়ে মঞ্চে উঠেননি। প্রায় দেড় ঘন্টা পর মঞ্চে উঠেন বিশ্বকাপ জয়ী তারকা। এসময় উপস্থিত হাজার হাজার সমর্থক চিৎকার করে তাকে স্বাগত জানান, আনন্দ উৎসবে বরণ করে নেন তাকে। করা হয় বর্ণিল আতশ বাজিও।

আতসবাজির আলোয় ভরল ফ্লোরিডার একখণ্ড আকাশ। পরে মঞ্চে নিয়ে আসা হয় তার স্ত্রী আনতোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তানকে। এ সময় মেসির হাতে আনুষ্ঠানিকভাবে ১০ নম্বর জার্সি তুলে দেন ইন্টার মায়ামির সহ-সভাপতি ডেভিড বেকহ্যাম।

বেকহ্যামের ক্লাবের সৌজন্যে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিল্পী তালিকায় ছিলেন পপ তারকা শাকিরা। পারফর্ম করেন পুয়োর্তো রিকোর র‌্যাপার ব্যাড বানি। ছিলেন কলম্বিয়ার আর এক শিল্পী মালুমা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here