স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসিকে বরণের অপেক্ষায় ইন্টার মায়ামি। নানা আয়োজনে অপেক্ষায় আছে দলটির সমর্থকেরা। আগামি পরশু ফুরাবে তাদের অপেক্ষার পালা। সেদিনই ইন্টার মায়ামির সমর্থকদের সামনে উপস্থিত হবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। ক্লাবের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হবে এই তারকাকে।
২১ জুলাই মায়ামির জার্সিতে অভিষেক হবে আর্জেন্টাইন অধিনায়কের। প্যারিস ছেড়ে আমেরিকায় পাড়ি জমানো এই তারকা সেদিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল মায়ামির হয়ে মাঠে নামবেন প্রথম সাউথ ফ্লোরিডার বিপক্ষে।
বার্সা ও পিএসজির এই সাবেক তারকাকে বরণে নানা প্রস্তুুতি নিচ্ছে মায়ামি সমর্থকেরা। দলটির ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরে থাকছে বিশেষ আয়োজন। ‘ভাইস সিটি ১৮৯৬’ নামে পরিচিত দলটির সমর্থক গোষ্ঠী আয়োজন করছে সেই বিশেষ বরণের।
ভাইস সিটি ১৮৯৬’র নেতা চাচিতো স্প্যানিশ গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। বিশ্বকাপ জয়ী তারকাকে বরণের জন্য তাদের যে কতটা অপেক্ষা সেটা বলার চেষ্টা করেছেন। তিনি জানিয়েছেন, ভাড়া করা হয়েছে বিখ্যাত একটি ব্র্যান্ড দলকে। থাকবে চমকে দেওয়ার মতো অনেক আয়োজন। যা তিনি এখনি প্রকাশ্যে আনতে চাচ্ছেন না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post