স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনাকে জিতিয়েছেন তৃতীয় বিশ্বকাপ শিরোপা। তার আগে কোপা আমেরিকা আর ফাইনালিসীমাও। লিওনেল স্কালোনির ফিফা বর্ষসেরা কোচ হওয়াটা ছিলো প্রত্যাশিতই। সেই সঙ্গে আগামি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগ আউটে তার থাকাটাও ছিলো এক প্রকার নিশ্চিত।
ফিফার বর্ষসেরা গোলরক্ষক কোচ হিসেবে নাম ঘোষণার পর আর্জেন্টিনাও জানিয়ে দিলো স্কালোনিই থাকছেন আগামি বিশ্বকাপ পর্যন্ত লিওনেল মেসিদের দায়িত্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্কালোনির উপরই ভরসা রাখছে আগামির শিরোপা ধরে রাখার লড়াইয়ে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৪৪ বছর বয়সী সাবেক এই ফুটবলারকে। ইতিমধ্যে দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষরও করেছেন।
২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়া স্বদেশী এই কোচ সাফল্য পান খুব দ্রুইত। বিশ্বকাপসহ তিনটি শিরোপা জেতা হয়ে গেছে তার। মেসিদের পরবর্তী কোচ যে তিনি হচ্ছেন সেটা অনুমিতই ছিলো। সোমবার রাতে এক সঙ্গে তাই দু’টি সুখবর পেলেন স্কালোনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০
Discussion about this post