বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে গার্দিওলা-ইনজাগি-স্পাল্লেত্তি

0
73

স্পোর্টস ডেস্কঃ উয়েফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিন জন। তারা হলেন পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পাল্লেত্তি। আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা কর্তৃপক্ষ।

আগামী ৩১ আগস্ট বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে উয়েফা। মোনাকোতে সেদিন চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

গার্দিওলা সবশেষ মৌসুমে নতুন ইতিহাস গড়েছেন ম্যানচেস্টার সিটির হয়ে। ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে এক মৌসুমে ট্রেবল জেতার কীর্তি গড়ে সিটিজেনরা। স্বপ্নের মতো করে কাটানো ২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা, লিগ কাপ শিরোপা ও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার কীর্তি গড়ে ম্যান সিটি। সদ্যই উয়েফা সুপার কাপেও জিতেছে দলটি।

আর ব্যক্তিগতভাবে ইতিহাসের প্রথম কোচ হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দুইবার দুটি দলের হয়ে ট্রেবল জেতার কীর্তি গড়েন পেপ গার্দিওলা। এর আগেরবার বার্সেলোনার হয়ে ট্রেবল শিরোপা জেতার কীর্তি গড়েন তিনি। সংক্ষিপ্ত তালিকায় থাকার পাশাপাশি বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়েই আছেন গার্দিওলা।

এদিকে গেল মৌসুমে ইন্টার মিলানকে ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতিয়েছেন ইনজাগি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছিলেন দলকে। তবে ম্যানচেস্টার সিটির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

সংক্ষিপ্ত তালিকায় থাকা অপর কোচ হলেন নাপোলির স্পাল্লেত্তি। তার অধীনেই সবশেষ মৌসুমে সিরি আ জিতে নাপোলি। ম্যারাডোনার সাবেক ক্লাবকে ৩৩ বছরের অপেক্ষা ফুরিয়ে ইতালিয়ান লিগের ট্রফি জিতিয়ে আনন্দে ভাসান স্পাল্লেত্তি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here