স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয়ান ব্যাটসম্যান ড্যারেন ব্রাভাো পাকিস্তান সিরিজের আগেই একটি শুভ সংবাদ পেলেন। ত্রিনিদাদ এন্ড টোবাগো ক্রিকেট বোর্ডের (টিটিসিবি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।
কিছু দিন পরেই শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে শুক্রবার দুবাইয়ের উদ্দেশে বিমানে উঠবে ওয়েস্ট ইন্ডিজ দল।
শনিবার টিটিসিবি’র ৬০তম বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ব্রাভোর হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়।
ক্যারিবিয়ান ন্যাশনাল এনার্জি স্কিল সেন্টারে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ব্রাভো এই সম্মাননা পুরস্কার লাভ করেন। গত বছর তার জাতীয় দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ব্রাভোকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
এছাড়াও সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে শতক হাঁকানো ক্যারিবিয়ান বাঁহাতি ওপেনার এভিন লুইস বর্ষসেরা সিনিয়র ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
এবং দেশটির বর্ষসেরা ক্রিকেট ক্লাব নির্বাচিত হয়েছে ‘কুইন্স পার্ক ক্রিকেট ক্লাব’।
উল্লেখ্য যে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৬ টেস্টে ৩৯.৫৮ গড়ে ৩১২৭ রান করেছেন এই বাঁহাতি। এছাড়াও ওয়ানডেতে ৯১ ম্যাচে ৩২.১১ গড়ে রান করেছেন ২৫০৫।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০