বল হাতে আত্মবিশ্বাসী মুস্তাফিজ

0
30

স্পোর্টস ডেস্ক: ধীরে ধীরে সুস্থ হয়ে বাংলাদেশী ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ইনজুরিতে থেকে ফিরতে শেষ ধাপের পুনর্বাসনে আছেন  তিনি।

পুর্নবাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে তার ফেরার মূল লড়াইটা শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। আপাতত একদিন পর পর মুস্তাফিজকে বোলিং করার নির্দেশনা দেওয়া আছে। ওই নির্দেশনা মেনেই বোলিং করছেন তিনি।

আজ শনিবার তৃতীয় দিনের মতো বল হাতে মাঠে নামার কথা ছিলো তার। কিন্তুু বৃষ্টির বাগড়ায় সটি আর হয়নি।

ধীরে ধীরে উন্নতি করা মুস্তাফিজ ফিরতে চান দলে। আর তা নিউজিল্যান্ড সিরিজেই বল হাতে মেতে উঠতে চান উইকেট উৎসবে। এনিয়ে শনিবার মুস্তাফিজ বলেন,  ‘খুব ভালোভাবেই চলছে। আজকে (শনিবার) ৫ ওভার বোলিং করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে বোলিং করা হয়নি। আগের চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসছি।’

ইনজুরির কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে ছিলেন না মুস্তাফিজুর রহমান। আপাতত তার লক্ষ্য নিউজিল্যান্ড সিরিজ। আর সে কারণেই নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে পরিশ্রম করে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আশা করি এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যেতে পারব। তারপরও বিষয়গুলো ফিজিও-ট্রেনার, যারা আছেন তারাই ভালো বলতে পারবেন। দুটো সিরিজ পর সুযোগ পেয়েছি. ভালো তো লাগবেই। তবে এই বিষয়ে আর কিছু বলতে চাই না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here