স্পোর্টস ডেস্কঃ ‘মদ’ কাণ্ডে পাঁচ ফুটবলারকে শাস্তিসহ জরিমানা ও নিষেধাজ্ঞার আওতায় এনেছে বসুন্ধরা কিংস। বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন তপু বর্মন, আনিসুর রহমান জিকো ও তৌহিদুল আলম সবুজ। তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের ভিত্তিতে শেখ মোরসালিন ও রিমন হোসেনের নিষেধাজ্ঞা উঠেছে। নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিললেও জরিমানা দিতে হবে দুজনকে।
মোরসালিনকে ১ লাখ টাকা জরিমানা, রিমনকে ৩ লাখ টাকা জরিমানা, তপুকে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ও ১ লাখ টাকা জরিমানা, জিকোকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ এবং সবুজকে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি ক্লাবটি এসব তথ্য জানিয়েছে। মদ কাণ্ড সামনে আসার পর জাতীয় দল থেকেও বাদ পড়েন জড়িত ফুটবলাররা।
অভিযুক্ত ফুটবলারদের ছাড়াই বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে খেলেছে বাংলাদেশ। মালেতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে বেঙ্গল টাইগাররা। আগামী ১৭ অক্টোবর ঢাকায় ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। কিংসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাতীয় দলে মোরসালিন ও রিমন-এই দুই তরুণের ফেরার পথটা মসৃণ হলো।
গত মাসে এএফসি কাপে মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলতে মালদ্বীপ গিয়েছিল বসুন্ধরা কিংস। ম্যাচ শেষ করে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে পা রাখে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু বিমানবন্দরে ঘটে অনাকাংখিত ঘটনা। কিংসের পাঁচ ফুটবলারের লাগেজ থেকে উদ্ধার করা হয় ৬৪ বোতল মদ। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে দেশের ফুটবলের শীর্ষ ক্লাব- বসুন্ধরা।
এ ঘটনায় অভিযুক্ত পাঁচ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছিল বসুন্ধরা। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) নেয় কঠিন পদক্ষেপ। মদকাণ্ডের অপরাধকে জিরো টলারেন্স দেখিয়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই ফুটবলারদের বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করে বাফুফে। এবার তাদের মধ্যে মোরসালিন ও রিমনের নিষেধাজ্ঞায় উঠে যাওয়ায় তাদের শিগগিরই মাঠে দেখা যেতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০