স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নেমেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। অ্যাডিলেড ওভালে দুপুর ২টায় শুরু হয়েছে এই ম্যাচ। এর আগে অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নেমেছে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের। যার ফলে ওয়েড নেতৃত্ব দিচ্ছেন দলকে
বাঁচা-মরার ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়েছে অজিদের। প্রথম দুই ওভারে বিনা উইকেটে ২২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ওয়ার্নার ১৮ ও ক্যামেরন গ্রিন ১ রানে ব্যাট করছেন। সেমি ফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। সঙ্গে রান রেট বাড়িয়ে নিতে হবে বিশাল ব্যবধানে জয় দিয়ে।
এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার। ফিঞ্চের সাথে ইনজুরির কারণে খেলা হচ্ছে না টিম ডেভিডেরও। এছাড়া মিচেল স্টার্ককে রাখা হয়নি। তাদের পরিবর্তে এসেছেন ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ ও কেন রিচার্ডসন।
এদিকে আফগানিস্তান একাদশ থেকে বাদ পড়েছেন ওমরজাই ও ফরিদ বাদ। তাদের পরিবর্তে একাদশে এসেছেন দারউইস রাসুলি ও নাভীন উল হক।
অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথু ওয়েড (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলেউড।
আফগানিস্তান একাদশ
মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, উসমান গণি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, দারউইস রাসুলি, নজিবউল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, নাভীন উল হক ও ফজলহক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা