নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও ইংল্যান্ড। মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।
ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা। প্রথম ওয়ানডে দারুণ লড়াইয়ের পর সফরকারীরা জিতেছে মাত্র ৩ উইকেটের ব্যবধানে। সেঞ্চুরি হাঁকিয়ে সেই জয়ের নায়ক ডেভিড মালান। এই ম্যাচ জিতে ইংল্যান্ড তাই সিরিজ নিশ্চিত করতে চায়।
তবে ঘরের মাঠে প্রিয় ফরম্যাটে ইংল্যান্ডকে সিরিজ হারানোর সুযোগ মিস করতে চায় না বাংলাদেশ। যেকোনো মূল্যে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে চায় স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা































Discussion about this post