স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। কেননা এই ম্যাচ দিয়েই নির্ধারণ হবে গ্রুপ-১ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা যাচ্ছে সেমি ফাইনালে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ-১’র শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। তবে এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচের টস।
টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামতে হচ্ছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলকে।
এই ম্যাচ ইংলিশদের জন্য বাঁচা-মরার লড়াই। কেননা শ্রীলঙ্কাকে হারাতে পারলেই, সেমি ফাইনাল নিশ্চিত করবে দলটি। তবে হেরে গেলে কিংবা বৃষ্টিতে পরিত্যক্ত হলে ম্যাচ, তাহলে সেমি ফাইনালে চলে যাবে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই যেকোনোভাবেই জিততে চায় ইংলিশরা। এদিকে শ্রীলঙ্কার হারানোর কিছু নেই এই ম্যাচে। বরং শেষটা জয় দিয়ে রাঙাতে চায় তারা। পুরো অস্ট্রেলিয়ার সমর্থন আজ তাদের উপর থাকবে।
শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা