স্পোর্টস ডেস্কঃ আইপিএলে মন্থর ওভার রেটের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ঋষভ পন্ত। পাশাপাশি ৩০ লাখ রুপি জরিমানাও দিতে হবে দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে। আসরে তৃতীয়বার মন্থর ওভার-রেটের নিয়ম ভাঙায় এই শাস্তি দেওয়া হয়েছে পন্তকে।
নিষেধাজ্ঞার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না পন্ত। এদিকে শুধু নিষেধাজ্ঞাই নয়, ৩০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে তাঁকে। সঙ্গে ওই ম্যাচে খেলা দিল্লির ক্রিকেটারদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে। তাদের দিতে হবে ১২ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ৫০ শতাংশ, যেটা সর্বনিম্ন।
গত ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল পন্তের দিল্লি। ওই ম্যাচটিতে তারা জয়ও পেয়েছিল। তবে দিল্লির পেসার মুকেশ কুমার যখন ম্যাচের শেষ ওভার করতে এসেছেন, তার আগেই নির্ধারিত সময়ের ১০ মিনিট পেরিয়ে গেছে। ফলে ফিল্ড সেট–আপে মাঠেই তারা শাস্তি পেয়েছে, এবার পুরো দলই তার মাশুল হিসেবে গুনছে জরিমানা।
বিসিসিআইয়ের সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাচ রেফারির দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিল দিল্লি ক্যাপিটালস। বোর্ডের ন্যায়পাল ভার্চ্যুয়াল শুনানি শেষে ম্যাচ রেফারির রায়কে বহাল ঘোষণা করেন। এদিকে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে নিয়মিত অধিনায়কের নিষেধাজ্ঞা দিল্লির জন্য বড় ধাক্কা। বাধ্য হয়ে তাই নতুন অধিনায়ক খুঁজতে হয়েছে দলটিকে। বেঙ্গালুরু ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
অধিনায়ক প্রসঙ্গে দিল্লির কোচ রিকি পন্টিং বলেছেন, ‘বেঙ্গালুরু ম্যাচে অক্ষর প্যাটেল আমাদের অধিনায়ক হবে। ও গত কয়েক আসরে ফ্র্যাঞ্চাইজির সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছে। খুব অভিজ্ঞ আইপিএল খেলোয়াড়, খুব অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড়ও। সঙ্গে অক্ষর খুব বুদ্ধিমানও। খেলাটা খুব ভালো বোঝে। সত্যি বলতে, ও এটা নিয়ে খুবই উত্তেজিত। আমরা কয়েক দিন আগেই ঋষভ (পন্ত) নিষিদ্ধ হতে পারে, আন্দাজ করেছিলাম। তা নিয়ে কথাও বলেছি। অক্ষরের তাই বিষয়টি মাথায় তখন থেকেই ছিল। আমরা মিটিং করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post