স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই সুপার ফোরে খেলার সুযোগ পাবে টাইগাররা। আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই এবারের এশিয়া কাপ শেষ করতে হবে গত দুইবারের ফাইনালিস্টদের।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির কারণে বাংলাদেশের আজকের ম্যাচের একাদশে আসতে পারে বড় পরিবর্তন। দলীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস উদ্বোধনে পাঠাবে টিম ম্যানেজমেন্ট। মূলত অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছাতেই ওপেনিংয়ে দেখা যাবে এই নতুন জুটিকে।
যদিও সাব্বির ও মিরাজ বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নন। ডানহাতি ব্যাটার সাব্বির ২০১৯ সালে শেষবার এই সংস্করণে খেলেছিলেন চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে। স্পিন অলরাউন্ডার মিরাজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল আরও আগে, ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
শেখ মেহেদী হাসানের বদলে একাদশে জায়গা পেতে পারেন নাসুম আহমেদ। এছাড়া প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান আর মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং সন্তুষ্ট করতে পারেনি দলকে। এই দুজনের খরুচে ওভার ম্যাচটাই কেড়ে নিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই দুজনের মধ্যে একজনের বদলি হিসেবে একাদশে দেখা যেতে পারে এবাদত হোসেনকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০