স্পোর্টস ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের আমেজ অনেকটা কমিয়ে দিয়েছে আর্জেন্টিনার প্রথম হার। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আলবিসেলেস্তেরা। এবার তাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি হয়ে পড়েছে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই।
সেই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনার প্রথম ম্যাচের মতো এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে লুসাইল আইকনিক স্টেডিয়ামে।
এই ম্যাচের আগে গ্রুপ ‘সি’র পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে আছে আর্জেন্টিনা। নামের পাশে কোনো পয়েন্ট নেই। এক ম্যাচে এক হার। অথচ বিশ্বকাপে ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল আকাশী-সাদা জার্সিধারীরা। রাউন্ড অব সিক্সটিনে যাওয়ার জন্য লিওনেল স্কালোনির দলের জয়ের বিকল্প নেই।
এদিকে মেক্সিকোর অবস্থান ৩ নম্বরে। এক ম্যাচ খেলে এক ড্র করেছে দলটি। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটি গোল শূন্য ড্র করেছে ওচোয়ার দল। রাউন্ড অব সিক্সটিনে যেতে হলে, এই ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করতে হবে তাদের। চাপে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনাকে আটকে দিতে প্রয়োজনীয় সব কিছুই করার চেষ্টা করবে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা