স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। রোববার সকালে জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫১ রানে অলআউট হয়ে যায় টাইগ্রেসরা। সেই রান তাড়ায় ২ উইকেট হারায় ভারত। বড় জয়ে তারা পৌঁছে যায় স্বর্ণ পদকের লড়াইয়ে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল শুরু থেকেই চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা কোনো রান না করে ফিরে যান প্রথম ওভারেই। দুজনকেই ফিরিয়েছেন ভারতীয় বোলার পূজা ভাসত্রাকার। তিনি বাংলাদেশের চার ব্যাটারকে আউট করেছেন।
লাল সবুজের প্রতিনিধিদের হয়ে সোবহানা মুশতারি ১৬ বল খেলে একটি চারে করেছেন ৮ রান। অধিনায়ক নিগার সুলতানা ১৭ বলে ইনিংস সর্বোচ্চ ১২ রান করে ফিরেন। ভারতীয় বোলারদের তোপে ১৭.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বোলারদের মধ্যে পূজা নিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট।
রান তাড়ায় কখনোই কক্ষচ্যুর্ত হয়নি ভারত। জেমিমাহর হার না মানা ২০ এবং শেফালি ভারমার ১৭ রানে চড়ে ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌছে যায় ভারতের মেয়েরা। বাংলাদেশের মারুফা এবং ফাহিমা নেন একটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০