স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। আগামি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে সিরিজে র দু’টি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। দু’টি ম্যাচ জেতা না গেলে বাংলাদেশকে খেলতে হবে বিশ্বকাপের বাছাই পর্ব।
সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ নারী দল। ক্যারিবিয়ান মেয়েরা এক প্রকার উড়িয়েই দিয়েছে বাংলার মেয়েদের। আগে ব্যাট করা বাংলাদেশ ১৯৮ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে গেছে।
সেন্টকিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই উইকেট হারাতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো টাইগ্রেসরা রানের চাকা খুব একটা সচল করতে পারেনি। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ অবশ্য অলআউট হয়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তুলে।
টাইগ্রেসদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন শারমিন আক্তার। ৭০ বলের ধীরগতির ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন ওপেনার মাসুদা খাতুন। পাঁচ চারে ৫৩ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। বাংলাদেশ ইনিংসের একটি মাত্র ছক্কায় ৫০ বলে ৩৫ রান করেছেন সোবহানা মুস্তারী।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডটিন ৩টি উইকেট লাভ করেন।
১৯৯ রানের টার্গেটে খেলতে নামা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে পাত্তাই দেয়নি। টাইগ্রেস বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেন স্বাগতিক অধিনায়ক হিলি ম্যাথিউজ। কিয়ানা জোসেপের সঙ্গে উদ্বোধনী জুটিতেই এই সেঞ্চুরিয়ান তুলে নেন ১৬৩ রান। বাংলাদেশের বোলাররা একটি মাত্র উইকেট তুলতে পেরেছেন।
৭৯ বলে ৭০ রান করা জোসেফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ছয়টি চার ও চারটি ছক্কায় হাফ সেঞ্চুরির ইনিংসটি সাজান তিনি। ৯৩ বলে ১০৪ রানে অপরাজি থাকেন হিলি ম্যাথিউজ। সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন তিনি ১৬টি চারে। ১৮ রানে অপরাজিত থেকেছেন ক্যাম্পবেলে।
বাংলাদেশের হয়ে রাবেয়া ১টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০