স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন শানাকা জানিয়ে ছিলেন- বাংলাদেশ ‘দুর্বল’ প্রতিপক্ষ। আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ। একদিন পরেই লঙ্কান সহকারী কোচ নাভিদ নেওয়াজ সমীহ করলেন বাংলাদেশকে। শ্রীলঙ্কা দলের সহকারী কোচের দায়িদ্ব নেওয়ার আগে প্রায় চার বছর বাংলাদেশে কাজ করেছেন তিনি।
টাইগারদের সব খবর, শক্তি-সামর্থ্য সব কিছুই জানা আছে নেওয়াজের। তাই দলের অধিনায়কের সঙ্গে একমত নন তিনি। জানালেন, বাংলাদেশও এগিয়ে আছে লঙ্কানদের চেয়ে। বাংলাদেশের খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতাও বেশি বলে মনে করেন তিনি।
দলের অধিনায়ক দাসুন শানাকা জানিয়ে ছিলেন সাকিব ও মুস্তাফিজ ছাড়া বাংলাদেশে ভালো মানের কোনো বোলার নেই। প্রতিপক্ষ হিসিবে টাইগাররা সহজ। সহকারী কোচ নাভিদ নেওয়াজ তাতে বিস্মিত। অবাক হয়ে এই কোচের পাল্টা প্রশ্ন ছিলো- শানাকা কি আসলেই এসব কথা বলেছেন?
নেওয়াজ বলেন ‘এই কথার (শানাকার) একমত হওয়া কঠিন। বাংলাদেশ দলে অনেক প্রতিভা আছে। বাংলাদেশ নিয়মিত টি-২০ খেলে। বিপিএল নিয়মিত হচ্ছে, অনেক বছর ধরেই এই টুর্নামেন্ট হচ্ছে। যেটা খেলোয়াড়দের আর্থিক ও ক্রিকেটীয় দক্ষতার দিক থেকে সমৃদ্ধ করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০