স্পোর্টস ডেস্ক:: হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত। জিতলেও সেটা হতে হবে বড় ব্যবধানে। আগে ব্যাট করা বাংলাদেশের তাই লক্ষ্যই ছিলো বড় রান করা। এমন বাঁচা-মরার ম্যাচে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ। তার তিন অঙ্কের ম্যাজিক ফিগারেই এশিয়া কাপের সুপার ফোরের আশা বেঁচে থাকলো সাকিবের দলের।
ব্যাট হাতে সেঞ্চুরি করে ব্যাটিংয়ে ভিত্তি গড়ার কাজ মিরাজ করেছেন, বল হাতেও কম যাননি এই অলরাউন্ডার। বাংলাদেশের দু’জন বোলার সর্বোচ্চ ৯ ওভার করে বোলিং করেছেন। এরপরে ৮ ওভার বা তার বেশি বল করেছেন তিন জন বোলার। মিরাজ তাদেরই একজন। ৮ ওভার বোলিং করেছেন। শিকার করেছেন মারমুখী ব্যাটার নাজিবুল্লা জর্দানের উইকেট।
ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করায় স্বাভাবিক ভাবেই ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বাংলাদেশের এই অলরাউন্ডারের হাতে। যার ব্যাটে আপাতত স্বস্তি পেয়েছে বাংলাদেশ। লাহোর থেকে ঢাকার বিমানে উঠতে হচ্ছে না।
ইনিংস উদ্বোধন করতে নামা মিরাজকে সাজঘরে ফেরাতে পারেননি আফগান বােলাররা। সেঞ্চুরি হাঁকিয়ে দলের সংগ্রহ তিনশোর নিরাপদ ঘরে পৌছার পর স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন ক্লান্তি নিয়ে। ৬০ রানের দারুণ কার্যকরী জুটি গড়ে ছিলেন আরেক ওপেনার নাইমকে নিয়ে।
১১৯ বলে দলের জন্য ভীষণ কার্যকরী ১১২ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। শতক ছুঁই ছুঁই স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন নয় চার ও দুই ছক্কায়। তাতেই বাংলাদেশের পূঁজি হয়ে যায় ৫ উইকেটে ৩৩৪। জবাবে ব্যাট করতে নামা আফগানরা ৪৪.৩ ওভারে ২৪৫ রানেই গুটিয়ে যায়।
এবার আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারলেই সাকিবের দলের সুপার ফোর খেলা নিশ্চিত হয়ে যাবে। তবে বড় ব্যবধানে লঙ্কানরা না হারলেও সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post