নিজস্ব প্রতিবেদক:: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। অথচ ঘরের মাঠে এখন তাদের সেমিফাইনাল খেলাই শঙ্কায় পড়েছে। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ডি/এল মেথডে ৩ রানে হেরেছে। ম্যাচটি জিতলে স্বাগতিক টাইগ্রেসদের জন্য সেমির পথটা সহজ হয়ে যেতো।
সেমিফাইনালের জন্য বাংলাদেশকে এখন আগামিকাল মঙ্গলবার জিততে হবে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে। তার আগে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারাতে হবে ভারতকে।
নারীদের এশিয়া কাপের পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে ভারত। পাঁচ ম্যাচের চার ম্যাচ জেতা দলটির পয়েন্ট ৮। দুই থাকা পাকিস্তানও পাঁচ ম্যাচের চার ম্যাচ জিতেছে। তাদেরও পয়েন্ট আট।
তিনে থাকা শ্রীলঙ্কারও সেমিফাইনাল নিশ্চিত। লঙ্কান মেয়েরাও পাঁচ ম্যাচের চারটি জিতেছেন। তাদেরও পয়েন্ট ৮। চারে আছে থাইল্যান্ড। পাঁচ ম্যাচের তিন ম্যাচ জেতা দলটির পয়েন্ট ৬। পাঁচে থাকা বাংলাদেশ পাঁচ ম্যাচের দুইটি জিতেছে। তাদের পয়েন্ট ৪।
থাইল্যান্ড ও ভারত নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। সেক্ষেত্রে ভারত জিতলে থাই মেয়েদের পয়েন্ট ছয়েই থেকে যাবে। বাংলাদেশ আগামিকাল আরব-আমিরাতের বিপক্ষে জিতলে তাদের পয়েন্টও ৬ হয়ে যাবে। রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ তখন সেমিতে খেলতে পারবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০