বাংলাদেশকে টিম বাস উপহার দিলো উয়েফা

0
48

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ফুটব‍ল দলকে একটি অত্যাধুনিক টিম বাস উপহার দিলো ইউরোপরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। টিম হোটেল থেকে অনুশীলন ভেন্যুতে যাতায়াতসহ জাতীয় দলের ট্রাভেলিংয়ের জন্য ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এই উপহার।

যদিও বাংলাদেশ উয়েফার সদস্য নয়। তবে এফএসির মাধ্যমে এই উপহার পাচ্ছে বাংলাদেশ দল। এশিয়ান ফুটবল কনফেডারেশনের মাধ্যমে উয়েফা অবকাঠামোগত উন্নয়ন সহায়তা কমূর্সচির অংশ হিসেবে বাসটি দিচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তাই আর খেলোয়াড়দের বহনের জন্য বাস ভাড়া করতে হবে না। গুণতে হবে না বাসের ভাড়াও। উয়েফা এর আগেও বাফুফে সহায়তা করেছিলো। এই কর্মসূচির অধীনে ঘরোয়া ফুটবল সম্প্রচারের জন্য সরঞ্জামাদি দিয়েছিলো ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। আগামিকাল বুধবার বাসটি বাফুফেকে বুঝিয়ে দেওয়া হবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here