স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একদম শূন্য হাতে বাড়ি ফিরেনি বাংলাদেশ। বৃষ্টির করুণায় এক পয়েন্ট পেয়েছিলো। সঙ্গে কোটি কোটি টাকাও মিলেছে। এবার তাদেরকে আরো তিন কোটি টাকা ‘উপহার’ দিয়ে একদম শূন্য হাতেই বাড়ি ফিরেছে ইংল্যান্ড। করাচি থেকে ইংল্যান্ডের বিমানে উঠার আগে পয়েন্টের খাতাই খুলতে পারেনি দলটি। নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছে সাত উইকেটের ব্যবধানে।
প্রথম দুই ম্যাচ হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পরে জস বাটলারের দল। শেষ ম্যাচ তাদের জন্য হয়ে উঠে অনেকটা নিয়ম রক্ষার। সেই ম্যাচে শান্তনার জয় পেতে মাঠে নেমেছিলো দলটি। তবে সেই জয়ের দেখা পায়নি। আগে ব্যাট করে মাত্র ১৭৯ রান তুলেছিলো ইংলিশরা। জবাবে ব্যাট করতে নামা প্রোটিয়ারা হেসেখেলেই টপকে গেছে লক্ষ্য।
১৮০ রানের টার্গেটে খেলতে নামা প্রোটিয়াদের শুরুটা অবশ্য ভাল হয়নি। দলীয় ১১ রানে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে ওপেনার স্টাবিস শুন্য রানেই ফিরেন সাজঘরে। তার বিদায়ের পর আরেক ওপেনার রিকেলটনও ইনিংস বড় করতে পারেননি। ব্যক্তিগত ২৭ রানে দলীয় ৪৭ রানের মাথায় নবম ওভারের দ্বিতীয় বলে তিনিও ফিরেন প্যাভেলিয়নে। দারুণ কিছুর আশায় বুক বাঁধেন ইংলিশ বোলাররা।
তবে তৃতীয় উইকেটে হেনরিখ ক্লাসেন ও রসি ভ্যান ডার ডাসেন হতাশ করেন ইংলিশ বোলারদের। দু’জনেই হাফ সেঞ্চুরি তুলে নেন। গড়েন ১২৭ রানের জুটি। এগারো চারে ৫৬ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরেন ক্লাসে। রসি ভ্যান ডার ডাসেন ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৮৭ বলের ইনিংসটি সাজান ছয় চার ও তিন ছক্কায়। ২৯.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার দু’টি উইকেট লাভ করেন।
এর আগে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড মুল্ডার ও ইয়ানসেনের বোলিং তোপে ৩৮.২ ওভারে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায়। দলটির কোনো ব্যাটারই প্রোটিয়াদের প্রতিরোধ করতে পারেননি। আগের দুই ম্যাচও হেরেছিলো ইংলিশরা। শান্তনার জয়ের জন্য মাঠে নেমেও ব্যাটিং ব্যর্থতায় শেষ হয়েছে তাদের ইনিংস।
প্রোটিয়াদের দুর্দান্ত বোলিংয়ের দিনে জো রুট ক্রিশের কোটা পেরুতে পেরেছেন। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেছেন তিনি ৪৪ বলে চার চার ও এক ছক্কায়। ২৪ রান করেছেন ওপেনার বেন ডাকেট। চারটি বাউন্ডারিতে ২১ বল খেলেছেন তিনি। ৪৩ বলে ২১ রান করেছেন অধিনায়ক জস বাটলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন পেসার জোফ্রা আর্চার।
সাউথ আফ্রিকার হয়ে মুল্ডার ও ইয়ানসেন তিনটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০