বাংলাদেশকে না হারানোর কোনো কারণ নেই- ডাচ ক্রিকেটার টম কুপার

0
78

স্পোর্টস ডেস্ক:: শুধু খেলেই যাচ্ছে বাংলাদেশ দল।  ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮ ও ২০২১ টি-২০ বিশ্বকাপে মূল পর্বে খেলেছে টাইগাররা। তবে জিততে পারেনি একটি ম্যাচও।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দ্বিতীয় জয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশকে হারানোর হুঙ্কার দিয়েছে নেদারল্যান্ডস। আইসিসি সহযোগী সদস্য দেশটির ক্রিকেটার বলছেন, বাংলাদেশকে না হারানোর কোনো কারণ নেই।

বাংলাদেশকে হারালে সেটি কোনো অঘটন নয় বলেও মন্তব্য করেছেন ডাচ ক্রিকেটার টম কুপার। তিনি জানিয়েছেন, নেদারল্যান্ডস এসেছে প্রতিদ্বন্দ্বীতা করতে। বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটি সকাল ১০টায় হেবার্টে শুরু হবে।

টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ড-হংকংয়ের মতো দলের কাছেও হারের দুঃসহ স্মৃতি আছে বাংলাদেশ দলের। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বলার মতো কোনো সাফল্যও নেই সাকিব আল হাসানের দলের। এবারের বিশ্বকাপের আগে অবস্থা আরো খারাপ টাইগারদের।

জয়ের দেখা নেই। বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাও করতে পারছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছেও সিরিজ হেরেছে কিছু দিন আগে। নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে পুরোই ব্যর্থ হয়েছে টাইগাররা। বিশ্বকাপের লড়াইয়ে তাই ডাচদের বিপক্ষে ‘কঠীন’ পরীক্ষা সাকিবের দল।

ম্যাচের আগের দিন সেই প্রতিদ্বন্দ্বীতার কথাই বলে গেলেন ডাচ ক্রিকেটার টম কুপার। জানিয়েছেন, বাংলাদেশকে না হারানোর কোনো কারণ নেই। টম কুপার সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনারা হয়তো মনে করছেন, আমরা জিতলে তা একটা অঘটন হবে। তবে আমরা সেভাবে দেখছি না। আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। বাংলাদেশের সাথে আগেও আমরা অনেক ক্লোজ ম্যাচ খেলেছি। ফলে তাদের আগামীকাল না হারানোর কোনও কারণই দেখছি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here