স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি গ্রুপ-২ থেকে এখনও নিশ্চিত হয়নি, কারা যাবে সেমি ফাইনালে। কাগজে-কলমে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ চার দলেরই সেমি ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তবে এখনও সম্ভাবনা আছে পাকিস্তান ও বাংলাদেশের। তবে তাদেরকে আগে জিততে হবে। তারপর অন্য ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে। পাকিস্তান নিজেদের জয়ের কাজটাই আপাতত আগে করতে চায়। বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে রোববার মাঠে নামবে পাকিস্তান। আর সেই ম্যাচে জয়ের বিকল্প দেখছে না দলটি।
বাংলাদেশকে হারিয়ে বাকি দলগুলোর জন্য বার্তা দিতে চায় পাকিস্তান। যদিও সেমি ফাইনালের আশা এখনও ছাড়ছে না তারা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান মাসুদ জানিয়েছেন, গ্রুপের শেষ বল পর্যন্ত সেমি ফাইনালের আশা থাকবে। তবে এর নিজেদের কাজটা সেরে রাখতে চান তারা।
শান মাসুদ বলেন, ‘আমাদের হাতে যেটা আছে, সেটির উপর পুরো মনোযোগ দিব আমরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করব ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল পর্যন্ত আশা থাকবে (সেমি ফাইনালে যাওয়ার)। আমার মনে হয়, কালকের ম্যাচে ভালো সুযোগ আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা