বাংলাদেশকে বড় হারের লজ্জা দিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

0
17

নিজস্ব প্রতিবেদকঃ সিরিজ বাঁচানো হলো না বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। মিরপুরে আজ আগে ব্যাট করে ১৭১ রান করে স্বাগতিকরা। রান তাড়ায় বড় জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। এর আগে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ পণ্ড হয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচ সফরকারীরা জিতেছিল ৮৬ রানের বড় ব্যবধানে। আজকের বড় জয়ের সুবাদে ২০০৮ সালের পর এই প্রথম বাংলাদেশে সিরিজ জিতল তাসমান সাগরপাড়ের দেশটি।

বাংলাদেশের করা ১৭১ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়াং। তাদের ওপেনিং জুটি থেমেছে ৪৯ রানে। ২৩ বলে ৬ চারে ২৮ রান করেন অ্যালেন। প্রথম উইকেট শিকারের পরের বলেই শরিফুল ইসলাম দুর্দান্ত এক ডেলিভারিতে ফেরান অভিষিক্ত ডিন ফক্সক্রফটকে। রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি।

১৭২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় নিউজিল্যান্ড। শুরুতে বাংলাদেশি বোলাররা কিউই ব্যাটারদের কোনো পরীক্ষাতেই ফেলতে পারেননি। এক প্রান্তে অ্যালেন ঝড়ো শুরু করলেও অন্য প্রান্তে উইল ইয়ং খেলছেন ধীরগতির ইনিংস। দুজনে কোনো উইকেট না হারিয়ে ৯ ওভারে যোগ করেন ৪৮ রান। পাওয়ার প্লে-র শেষ ওভারে শরিফুল প্রথমে ফেরান অ্যালেনকে। এরপর ফক্সক্রফট।

জোড়া ধাক্কা সামাল দিতে উইকেটে হেনরি নিকোলস ও উইল ইয়াং বড় জুটি গড়েন। দারুণ ব্যাটিংয়ে ৬৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়াং। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা এই ওপেনারকে থামিয়েছেন নাসুম আহমেদ। রাউন্ড দ্য উইকেট থেকে দারুণ এক ডেলিভারিতে ৭০ রান করা ইয়াংকে বোল্ড করেছেন বাঁহাতি এই স্পিনার। ইয়াং ফিরলে ভাঙে নিকোলসের সঙ্গে ৮১ রানের জুটি। ব্লান্ডেল ২৩ এবং নিকোলস ৫০ রান করে কিউইদের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন শরিফুল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here