বাংলাদেশকে বিদায় করার দিনে ম্যাচ সেরা আফ্রিদি

0
77

স্পোর্টস ডেস্কঃ ইনজুরি থেকে ফিরেছিলেন। খুব একটা ছন্দে ছিলেন না। সবশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচে জ্বলে উঠেছিলেন। তবুও দারুণ কিছুর আশা করা হচ্ছিল না শাহীন আফ্রিদির কাছ থেকে। তবে বাঁহাতি এই পেসার দেখালেন, তিনি ছন্দেই আছেন। বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জ্বলে উঠলেন এই পেসার।

৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন আফ্রিদি। যেই পারফম্যান্সে ভর করেই কিনা সেমির দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ আর শেষ চারে নাম লেখায় পাকিস্তান। আফ্রিদি শিকার করেছেন লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহানের গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও তাসকিন আহমেদের উইকেট লাভ করেন। এই উইকেটগুলো মোমেন্টাম এনে দিয়েছে পাকিস্তানকে।

বাংলাদেশের ইনিংসে পুঁজি বড় না হওয়ার পেছনে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত তো আছেই, সঙ্গে আফ্রিদির বোলিংকেও বাহবা দিতে হবে। কেননা মিডল অর্ডারে টাইগারদের ঘুরে দাঁড়াতে দেননি তিনি। উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ডট বল আদায়ও করে নিয়েছেন। নিজের করা ২৪ বলের ১৩টিই ডট বল তুলে নিয়েছেন আফ্রিদি।

এমন দারুণ স্পেলে ম্যাচের মোড় পাকিস্তানের দিকে যায় অনেকটাই। বাংলাদেশ থামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৭ রানে। পাকিস্তানকে সহজ লক্ষ্য এনে দিতে সাহায্য করায়, ৫ উইকেটের জয়ের মূল ভুমিকাটা তাই আফ্রিদিরই। যার ফলে ম্যাচ সেরার পুরষ্কারও উঠেছে এই তারকার হাতে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here