স্পোর্টস ডেস্কঃ চলছে পাকিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪৫ ওভার করে ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল দুই দল। তবে মুলতানে ১২৮ রানের বিশাল হার দেখেছে টাইগার যুবারা। বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করতে পারে পাকিস্তানের যুবারা। দলের পক্ষে ৪১ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন আরাফাত মিনহাস। এর আগে ৯৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ তায়েব আরিফ। ৩৯ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫১ রানের ক্যামিও খেলেন শাহওয়াইজ ইরফান।
বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা ২টি করে উইকেট শিকার করেন। রাফিউজ্জামান, রিজওয়ান ও ওয়াসি ১টি করে উইকেট লাভ করেন।
২৪৩ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একটা সময় মনে হচ্ছিল দলীয় স্কোর একশও পার করতে পারবে না জুনিয়র টাইগাররা। তবে কোনোমতে একশ পার করে মান রক্ষা করেই অলআউট হয় দল।
২৮ ওভারে ১১৪ রানেই গুঁটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন আশিকুর রহমান। তার ৩৬ বলের ইনিংসটি সাজানো ছিল ৮ বাউন্ডারিতে। এর বাইরে বলার মতো আর কেউই রান করতে পারেননি দলের হয়ে।
পাকিস্তানের হয়ে ৭ ওভার বল করে ৩ মেইডেনসহ মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন মোহাম্মদ জিসান। আলি রাজা ও আলি আসফান্দ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা