স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে হবে সাকিব আল হাসানের দলকে। নেদারল্যান্ডস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম রাউন্ড পেরিয়ে এসেছে মূল পর্বে।
তবে বিশ্বকাপে নেদারল্যান্ডস বাংলাদেশকে হারাতে চায়। আগের দিন সংবাদ সম্মেলনে ডাচ ব্যাটার টম কুপার জানিয়েছেন, বাংলাদেশকে না হারানোর কোনো কারণ তিনি দেখছেন না। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তাদের কাছে প্রতিপক্ষ বড় নয়। ভালো খেলা এবং ম্যাচ জিততে চান তারা।
টস হেরে যাওয়ায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে হেবার্টে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০