নিজস্ব প্রতিবেদকঃ ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড দল। সেখান থেকে ডেভিড মালান ও উইল জ্যাকসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। তবে সেই জুটিতেও ভাঙন ধরিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের শিকারে প্যাভিলিয়নে ফিরে গেছেন জ্যাকস। আর এতেই ব্রেক থ্রু পেয়েছে টাইগাররা। ৩৮ রানের জুটি ভেঙে দলকে অনেকটা স্বস্তি এনে দিয়েছেন এই অফ স্পিনার।
ইনিংসের ২৬ ওভারের চতুর্থ বলে মিরাজ তুলে নেন উইকেট। পুল শট খেলতে গিয়েছিলেন জ্যাকস। তবে ব্যাটে-বলের সংযোগ হয়নি ঠিকঠাক। আর তাই ডিপ মিডউইকেটে আফিফ হোসেন ধ্রুব’র হাতে ধরা পড়েন এই ইংলিশ ব্যাটার। ৩১ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ২৬ রান করেই ধরেন ড্রেসিং রুমের পথ।
এখন বাংলাদেশের গলার কাঁটা ডেভিড মালান। ব্যক্তিগতভাবে ফিফটির পথে তিনি। এছাড়া অভিজ্ঞ মঈন আলি এসেছেন উইকেটে। এরপর ক্রিস ওকস রয়েছেন। জিততে হলে, এই তিনজনকে দ্রুত ফেরাতে হবে টাইগারদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সবশেষ সংগ্রহ ২৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১০ রান।
এর আগে ইনিংসের একেবারে প্রথম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় ইংলিশরা। সাকিবের ওভার দ্য টপ বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি জেসন রয়। মিড অফে সহজ ক্যাচ লুফে নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্যাভিলিয়নে ফেরার আগে এক বাউন্ডারিতে ৪ রান করে যান এই আগ্রাসী ওপেনার।
পরবর্তীতে ইনিংসের নবম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। তাইজুলের করা ওভারের প্রথম বলেই অনেকটা টার্ন বল বুঝতে পারেননি সল্ট। অফ সাইডে সরে যাওয়া এই ডানহাতি ব্যাটারের লেগ স্টাম্পে গিয়ে সরাসরি আঘাত হানে বল। আর এতেই উচ্ছ্বাসে মাতেন তাইজুলসহ গোটা বাংলাদেশ দল। বরাবর আক্রমণাত্বক ব্যাট করা সল্ট ১৯ বলে এক বাউন্ডারিতে ১২ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন।
ইনিংসের ১৩তম ওভারে এই তাইজুলের স্পিন ফাঁদেই কাঁটা পড়েন জেমস ভিন্স। মিডল অর্ডার এই ব্যাটারকে তাইজুলের বলে স্টাম্পিং আউট করেন মুশফিকুর রহিম। ৯ বলে ১ বাউন্ডারির মারে ৬ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান ভিন্স। ১৭তম ওভারে এসে প্রথম বলেই আঘাত হানেন তাসকিন।
এই তারকা পেসারের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ৬৫ রানেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে তখন দল। সেখান থেকেই জুটি গড়েন মালান ও জ্যাকস। এবার সেই জুটি ভেঙে আশার প্রদীপ সঞ্চারন করেছেন মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post