স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর মাত্র কয়েক ঘন্টা পরই মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এই ম্যাচের উপরই অনেকটা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার পর ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা যাবে সুপার এইটে।
ইতিমধ্যেই গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা ও নেপালের বিদায় এক প্রকার নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ জিতে সুপার এইটের টিকিট কেটে ফেলেছে। এদিকে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সমান দুটি ম্যাচ খেলে দুই পয়েন্ট করে পকেটে পুড়েছে। যদিও রান রেটে এগিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ, তিনে ডাচরা। এই ম্যাচে যারাই জিতবে পয়েন্ট হবে চার। যারা জিতবে, তারাই মূলত এক প্রকার নিশ্চিত হয়ে যাবে সুপার এইটে। যদিও সমীকরণের মারপ্যাঁচে আনুষ্ঠানিকভাবে তখনও নিশ্চিত হওয়া যাবে না। অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।
এমন ম্যাচেই বাংলাদেশ দলকে ভয় দেখাচ্ছে, দুই সাবেক কোচ। তারা হলেন রাসেল ডোমিঙ্গো ও রায়ান কুক। ডোমিঙ্গো ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ আর কুক ছিলেন ফিল্ডিং কোচ। দুজনেই এখন নেদারল্যান্ডসের ডাগ আউটে। তাই টাইগারদের মাথা ব্যাথার কারণ হতে পারেন তারা। দুজনই বাংলাদেশের ক্রিকেট নিয়ে দীর্ঘদিন কাজ করার সুবাধে, খুব ভালো করেই জানেন সবকিছু। নিশ্চিতভাবেই ডাচরা বাড়তি সুবিধা নেবে এখন সেখান থেকে।
নেদারল্যান্ডসের হয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসা লগ্যান ফন ভিক অবশ্য বলেই দিয়েছেন, সেই সুবিধা নিতে যাচ্ছেন তারা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা (রাসেল ডমিঙ্গো ও রায়ান কুক থাকা ) আমাদের জন্য বাড়তি সুবিধা। রাসেল এবং রায়ান (বাংলাদেশের) খেলোয়াড়দের খুব ভালো করে চেনে। তারা অনেকদিন তাদের কোচিং করিয়েছে। ব্যাক পকেটে বাড়তি সুবিধা হিসেবে আমরা এটা পাচ্ছি। যতটা সম্ভব আমরা এটিকে কাজে লাগানোর চেষ্টা করব। তারা (কোচরা) হয়ত আমাদের কিছু গোপন পরিকল্পনা দিতে পারে যা তাদের (বাংলাদেশের) জন্য অপ্রত্যাশিত হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post