স্পোর্টস ডেস্কঃ প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিয়ে দিল যুক্তরাষ্ট্র। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার ৫ উইকেটের বড় জয় পেয়েছে আইসিসির সহযোগী দেশটি। আগে ব্যাট করে বাংলাদেশ দাঁড় করায় ১৫৩ রানের পুঁজি। জবাব দিতে নেমে বড় জয় পায় স্বাগতিকরা।
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে যুক্তরাষ্ট্র গড়ে ফেলল ইতিহাস। টেস্টখেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটি তাদের মাত্র দ্বিতীয় জয়। এর আগে একমাত্র জয়টি এসেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। মঙ্গলবার বাংলাদেশের করা ১৫৩ রানের জবাবে খেলতে নেমে উড়ন্ত সূচনা করে স্বাগতিকরা। স্টিভেন টেলর আর মোনাক প্যাটেল ১৯ বলে তুলে দেন ২৭ রান। শরিফুল ইসলামের বলে টেলর শট খেললে হাতে লেগে ননস্ট্রাইকের স্টাম্প ভেঙে যায়। ভাগ্যগুণে মোনাকের (১০ বলে ১২) উইকেট নিয়ে জুটি ভাঙে বাংলাদেশ।
দ্বিতীয় উইকেটে ৩৮ রান যোগ করেন স্টিভেন ও আন্দ্রেস গুস। ১৮ বলে ২৩ রান করা গুসকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। এরপর বাংলাদেশকে জোড়া উইকেট এনে দিয়েছেন মুস্তাফিজ। ১২তম ওভারে বোলিং আক্রমণে এসে দারুণ খেলতে থাকা স্টিভেনকে বড় শটে প্রলুব্ধ করে আউট করেছেন এই কাটার মাস্টার। এর একবল পর অফ স্টাম্পের বাইরের বলে কাভারে শান্তকে ক্যাচ দেন ৪ রান করা অ্যারন জোনস। নিতিশ কুমারকে আউট করেছেন শরিফুল ইসলাম। তবে কোরি অ্যান্ডারসনের ২৫ বলে ৩৫ ও হারমিত সিংয়ের ১৩ বলে ৩৩ রানের ক্যামিওতে ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
এর আগে ব্যাট করতে নেমে দুবার জীবন পেয়েও মাত্র ১৪ রানে থামেন লিটন কুমার দাস। শুরুটা ভালো হলেও ১৩ বলে ২০ রানে থেমেছেন সৌম্য সরকার। লিটনের চেয়ে এদিন বেশি হতাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ বল খেলে মাত্র ৩ রান করেছেন। আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। ১২ বলে ৬ রান করে রান আউট হন তিনি। তাতে ৬৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর হৃদয়-রিয়াদ মিলে ৪৮ বল মাঠে থেকে দলকে এনে দেন ৬৭ রান। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে ১৯তম ওভারে আউট হন রিয়াদ। ৪০ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেয়া হৃদয় ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ৫৮ রান করে। ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। শেষদিকে নেমে ২ চারের মারে ৫ বলে ৯ রান করেন জাকের আলী। যুক্তরাষ্ট্রের হয়ে স্টিভেন টেইলর ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় ২ উইকেট তুলে নেন। ১টি করে উইকেট নিয়েছেন সৌরভ নেত্রভালকার, আলী খান ও জেসি সিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post